কলকাতা, ৮ জুলাই (হি. স.) : রাতভর বৃষ্টিতে কলকাতা শহরের বিস্তীর্ণ এলাকায় জল জমেছে, মূলত নীচু এলাকায়। কোথাও আবার গোড়ালি পর্যন্ত ডুবে যাওয়া জল জমেছে। বৃষ্টিতে রাস্তায় জল জমে যাওয়ায় নাগরিক দুর্ভোগ চরমে। কলকাতা পুরসভার কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, সর্বাধিক ১৩৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে যোধপুর পার্কে। দক্ষিণ কলকাতার ১১নং ওয়ার্ডের অধীনে কামডহরিতে ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং সর্বনিম্ন ২৩ মিলিমিটার জোকাতে বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, গড়ে ২১ - ৩৫ মিলিমিটার বৃষ্টিপাতের সরকারি হিসেব তুলে ধরা হয়েছে কলকাতা পুরসভার নিকাশী দফতর। বিভাগীয় মেয়র পারিষদ তারক সিং এই প্রসঙ্গে বলেন, বর্ষা কালে প্রায়শই বৃষ্টিপাতের পরিমাণ এমন থাকে। গালিপিট খুলে দেওয়া হয়েছে। কোথাও কোনও সমস্যা নেই। তবে, সব জায়গাতেই জল নামছে। উত্তর কলকাতার সবচেয়ে নিচু বলে পরিচিত ঠনঠনিয়াতে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে, রাজা রামমোহন রায় সরণিতে জল থৈ থৈয়ের ছবি ধরা পড়েছে। মাণিকতলা - ৩১, বালিগঞ্জ-৩৫, মোমিনপুর - ৩৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত