রামবান, ৪ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। বুধবার জম্মু ও কাশ্মীরের রামবানে এক নির্বাচনী জনসভায় এই দাবি করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রামবানের নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেছেন, ভারতের ইতিহাসে প্রথমবার রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রথমে রাজ্য করা হয়েছিল, একটি রাজ্য বিলুপ্ত করা হয়েছে এবং জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
রাহুল গান্ধী বলেছেন, প্রথমত জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে, কারণ শুধু আপনাদের রাজ্যই ছিনিয়ে নেওয়া হয়নি, আপনাদের অধিকার, আপনাদের সম্পদ, সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। ১৯৪৭ সালে আমরা একটি গণতান্ত্রিক সরকার গঠন করেছি, আমরা দেশকে একটি সংবিধান দিয়েছি। এখন জম্মু ও কাশ্মীরে একজন রাজা আছেন, তার নাম এলজি (উপ-রাজ্যপাল)।
রাহুল গান্ধী আরও বলেছেন, আমাদের প্রথম পদক্ষেপ হবে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া। আমরা চেয়েছিলাম আপনারা নির্বাচনের আগেই যেন রাজ্যের মর্যাদা ফিরে পান এবং জম্মু ও কাশ্মীর রাজ্য হওয়ার পরে নির্বাচন হবে। বিজেপি এটা চায় না। তারা চেয়েছিল আগে নির্বাচন হোক এবং তারপর রাজ্যের কথা বলুক। বিজেপি চায় অথবা না চায়, ইন্ডি জোট তাঁদের ওপর চাপ সৃষ্টি করবে এবং জম্মু ও কাশ্মীরের মানুষ রাজ্যের মর্যাদা পাবে।
হিন্দুস্থান সমাচার / রাকেশ