
রাইসেন, ১৩ ডিসেম্বর (হি.স.): কৃষকদের আয় বৃদ্ধির ওপর ফের জোর দিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শনিবার মধ্যপ্রদেশের রাইসেনে কৃষক সম্মেলন এবং প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, আমাদের কৃষকদের জীবনকে রূপান্তরিত করতে হবে এবং এর জন্য আমাদের তাঁদের আয় বৃদ্ধি করতে হবে। জাতীয় দুগ্ধ গবেষণা ইনস্টিটিউট ভারত সরকারের একটি প্রতিষ্ঠান, যা দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে এশিয়ার সেরা প্রতিষ্ঠান। আয় বৃদ্ধির একটি উপায় হল পশুপালন। আজ, পশুপালনের ক্ষেত্রে কর্মরত ৫০০ জন কৃষককে একটি কিট দেওয়া হচ্ছে। তাদের পশুপালনের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য হল আয় বৃদ্ধির জন্য পশুপালন শুরু করা এবং অন্যান্য প্রকল্পের আরও ভাল বাস্তবায়ন নিশ্চিত করা যাতে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ