সংসদ ভবন হামলায় শহীদদের শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতির
নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): সংসদ ভবন হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার এক্স মাধ্যমে রাষ্ট্রপতি লেখেন, ২০০১ সালের এই দিনে আমাদের সংসদ রক্ষার সময় যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, সেই সাহসী বীরদের
রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): সংসদ ভবন হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার এক্স মাধ্যমে রাষ্ট্রপতি লেখেন, ২০০১ সালের এই দিনে আমাদের সংসদ রক্ষার সময় যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, সেই সাহসী বীরদের দেশ বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাচ্ছে। তাঁদের বীরত্ব এবং কর্তব্যের প্রতি নিষ্ঠা জাতীয় চেতনাকে পরিচালিত করে চলেছে। দেশ তাঁদের কাছে ঋণী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি।

১৩ ডিসেম্বর এমনই একটি দিন যা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে সর্বদা দুঃখ, সাহস এবং অদম্য দেশপ্রেমের স্মৃতি মনে করিয়ে দেয় । ২০০১ সালে আজকের দিনেই সংসদ ভবনে বর্বরোচিত হামলা চালায় পাকিস্তানি সন্ত্রাসবাদীরা । আজ কৃতজ্ঞ চিত্তে সংসদ ভবন হামলায় শহিদ বীরদের শ্রদ্ধা জানাচ্ছে সমগ্র দেশ । ভারতীয় গণতন্ত্রের পীঠস্থানের রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন ৯ জন বীর ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande