
রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠেয় উচ্চস্তরীয় বৈঠকে মণিপুরে স্থায়ী মজবুত সরকার গঠন নিয়ে আলোচনার সম্ভাবনা
ইমফল, ১৩ ডিসেম্বর (হি.স.) : প্রাক্তন মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং সহ মণিপুরের ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ২০ জনের বেশি বিধায়ক দিল্লির উদ্দেশে যাত্রা করেছেন। রাজ্যে নতুন স্থায়ী ও মজবুত সকরার গঠনের লক্ষ্যে দলের কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে আগামীকাল রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বৈঠকে যোগদান করতে আজ শনিবার সকালে ইমফল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে যাত্রা করেছেন তাঁরা।
বিজেপি-হাইকমান্ড আহূত বৈঠকে রাজ্যে নতুন সরকার গঠনের বিষয়ে দলের পরবর্তী পদক্ষেপ কী হবে সে ব্যাপারে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সহ দলের কয়েকজন বিধায়ক ইমফল বিমানবন্দর থেকে যাত্রা করার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, তাঁরা আশাবাদী, দিল্লিতে আগামীকাল অনুষ্ঠেয় বৈঠকে ইতিবাচক ফলাফল আসবে। কোনও কোনও বিধায়ক কেন্দ্রীয় নেতৃত্ব আহূত বৈঠকটি সরাসরি সরকার গঠনের পরিপ্রেক্ষিতে মনে করলেও, কেউ কেউ বলেছেন, দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার পরই সঠিক অ্যাজেন্ডা স্পষ্ট হবে।
বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হেইঙ্গাং-এর বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং বলেন, ‘সর্বপ্রথমে আমরা চাই মণিপুরে শান্তি ফিরে আসুক। দেশের মধ্যে অন্যতম বিকশিত রাজ্য হোক মণিপুর। এ সব বিষয়ে আলোচনা করতে এবং রাজ্যে একটি মজবুত সরকার গঠন করার উদ্দেশ্যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে আজ আমরা দিল্লির উদ্দেশে রওয়ানা হচ্ছি।’
সিংজামেই-এর বিধায়ক ইউমনাম খেমচাঁদ সিং বলেছেন, ‘বৈঠকের সঠিক কারণ দিল্লি পৌঁছনোর পরই জানা যাবে।’ তিনি বলেন, এ মুহূৰ্তে তাঁদের মনোযোগ রাজ্যে শান্তি ফিরিয়ে আনা।
ওয়াবগাইয়ের বিধায়ক ডা. উশাম দেবেন সিং বলেছেন, ‘ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে রাজ্যে সরকার গঠন হতে পারে।’
খুমুকচাম জয়কিশান বলেছেন, ‘বৈঠকের উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে সম্ভবত সরকার গঠনের বিষয়ে আলোচনা হতে পারে।’
এঁরা ছাড়াও বিজেপির নয়াদিল্লিগামী বিধায়কদলে রয়েছেন আসহাব উদ্দিন (পূর্বতন জেডি-ইউ), শ্রীমতি সোরাইসাম কেবি দেবী, থংগাম বিশ্বজিৎ, পাওনম ব্রজেন, কে ইবোমচা, রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার থোকচম সত্যব্রত, কে রবীন্দ্র, তাংব্রাম রবীন্দ্র সহ আরও কয়েকজন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস