চিকিৎসকদের ইস্তফা, পিছিয়ে গেল রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক
কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর মেডিক্যাল কলেজকে ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে রাজ্যের মেডিক্যাল কাউন্সিল থেকে ইস্তফা দিচ্ছেন এক এর পর এক সদস্য। তাতে এবার পিছিয়ে গেল মেডিক্যাল কাউন্সিলের বৈঠকও। সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে টানা দু’দিন এই বৈঠক হওয়া
চিকিৎসকদের ইস্তফা, পিছিয়ে গেল রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক


কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.): আর জি কর মেডিক্যাল কলেজকে ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে রাজ্যের মেডিক্যাল কাউন্সিল থেকে ইস্তফা দিচ্ছেন এক এর পর এক সদস্য। তাতে এবার পিছিয়ে গেল মেডিক্যাল কাউন্সিলের বৈঠকও।

সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে টানা দু’দিন এই বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, আরজি কর ইস্যুতে যেভাবে সন্দীপ ঘোষ-সহ বেশ কয়েকজন চিকিৎসকের নাম জড়িয়েছে, তাতে বৈঠকে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠতে পারে। ফলে অস্বস্তিজনক পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও কাউন্সিলের তরফে বৈঠক পিছিয়ে দেওয়ার সুনির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি।

প্রসঙ্গত, আর জি কর কাণ্ডে আন্দোলিত সমাজ। ডাক্তারি ছাত্রী ধর্ষণ-খুনের সূত্র ধরেই সামনে এসেছে আর জি কর মেডিক্যাল কলেজে বিস্তর দুর্নীতির অভিযোগ। আদালতের নির্দেশে ওই দুর্নীতিরও তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande