দেরাদুন, ৯ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের বাঁশওয়াড়া ও ভিলি রোডের মধ্যে একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাইকে আরোহী দুই যুবক গুরুতর আহত হয়।খবর পাওয়া মাত্রই এসডিআরএফ আহত যুবককে খাদ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মোটরসাইকেলে দুইজন আরোহী ছিলেন। তারা বাইকে করে অগস্ত্যমুনির দিকে আসছিলেন। তখনই বাইক নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশওয়াড়া ও ভিরির মধ্যে খাদে পড়ে যায়। এসডিআরএফ দল, পুলিশ, ডিডিআরএফ এবং স্থানীয় জনগণের সাহায্যে খাদে নেমে আহত দুই ব্যক্তিকে খাদ থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়।
হিন্দুস্থান সমাচার / সোনালি