ত্রিপুরায় সংরক্ষিত বনাঞ্চলগুলির সার্ভের জন্য ড্রোনের সহায়তা নেওয়া হবে : বনমন্ত্রী
আগরতলা, ১৩ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরায় সংরক্ষিত বনাঞ্চলগুলির সার্ভের জন্য ড্রোনের সহায়তা নেওয়া হবে। যাতে যেসব স্থানে বনায়নের সুযোগ রয়েছে সেখানে প্রয়োজন অনুসারে বনায়ন করা সম্ভব হয়। সোমবার বিধানসভায় বিধায়ক শম্ভুলাল চাকমা আনীত একটি দৃষ্টি আকর্ষণী নোটিশ
বনমন্ত্রী


আগরতলা, ১৩ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরায় সংরক্ষিত বনাঞ্চলগুলির সার্ভের জন্য ড্রোনের সহায়তা নেওয়া হবে। যাতে যেসব স্থানে বনায়নের সুযোগ রয়েছে সেখানে প্রয়োজন অনুসারে বনায়ন করা সম্ভব হয়। সোমবার বিধানসভায় বিধায়ক শম্ভুলাল চাকমা আনীত একটি দৃষ্টি আকর্ষণী নোটিশের জবাবে একথা জানান বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।

বিধানসভায় বনমন্ত্রী জানান, বনাঞ্চল রক্ষায় আগামীদিনে টিএসআর জওয়ানদের যাতে যুক্ত করা যায় সেজন্য পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। তথ্য দিয়ে বনমন্ত্রী জানান, ২০১৮-১৯ সাল থেকে এখন পর্যন্ত বন দপ্তর থেকে ৫৬,১১০ হেক্টর বৃক্ষরোপণ, ১,৮৩৯ কিলোমিটার রাস্তার পাশে বৃক্ষরোপণ, ১২২৪.৫ কিলোমিটার নদীরে তীরে বৃক্ষরোপণ করা হয়েছে। আগামী পাঁচ বছরে প্রতি বছর ৭,৫০০ হেক্টর বনভূমিতে বৃক্ষরোপণ, ২০০ কিলোমিটার রাস্তার পাশে বৃক্ষরোপণ এবং ৫০ কিলোমিটার নদীর তীরে বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande