জাতীয় সড়কের উপরে নির্মীয়মাণ ওভার ব্রিজে দুর্ঘটনা, আহত ১
উত্তর ২৪ পরগনা, ১৪ জানুয়ারি (হি.স.): ডানকুনির ক্রসিংয়ে জাতীয় সড়কের উপরে নির্মীয়মাণ ওভার ব্রিজে মঙ্গলবার এক দুর্ঘটনা হয়। গার্ডরেলের ঢালাই চলাকালীন ভেঙে পড়ে তার একাংশ। এদিন দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১ জন। প্রত্যক্ষদর্শীরা
জাতীয় সড়কের উপরে নির্মীয়মাণ ওভার ব্রিজে দুর্ঘটনা, আহত ১


উত্তর ২৪ পরগনা, ১৪ জানুয়ারি (হি.স.): ডানকুনির ক্রসিংয়ে জাতীয় সড়কের উপরে নির্মীয়মাণ ওভার ব্রিজে মঙ্গলবার এক দুর্ঘটনা হয়। গার্ডরেলের ঢালাই চলাকালীন ভেঙে পড়ে তার একাংশ।

এদিন দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, যিনি আহত তিনি নির্মীয়মাণ ব্রিজের নীচের অংশে কাজ করছিলেন। যান চলাচল নিয়ন্ত্রণ এবং সঙ্গে নির্মীয়মাণ অংশে কেউ যাতে এসে না পড়েন সেই দিকে নজর রাখছিলেন। সেই সময়ে এই দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি তাঁকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসারত তিনি।

দুর্গাপুর জাতীয় সড়কের সম্প্রসারণ কাজ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে ওভার ব্রিজ। সেইমতো কাজ চলছিল ডানকুনি এলাকায় এই ওভার ব্রিজটিরও। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন ডানকুনি থানার পুলিশ আধিকারিকরা।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande