নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম উদ্যোগ ‘পরীক্ষা পে চর্চা’-র জন্য নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে। অষ্টম পর্বে রেকর্ড ৩.৫ কোটিরও বেশি শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নাম লিখিয়েছেন।
ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, পরীক্ষার চাপ কমানো এবং মানসিক স্থিতি বজায় রাখার এই উদ্যোগ প্রকৃত অর্থেই জন-আন্দোলনে পরিণত হয়েছে। অনলাইন নিবন্ধন প্রক্রিয়া MyGov.in পোর্টালে শুরু হয় ঠিক একমাস আগে ১৪ ডিসেম্বর। শিক্ষা মন্ত্রকের আওতাধীন বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দফতরের এই কর্মসূচির সপ্তম পর্বের মূল অনুষ্ঠানটি হয়েছিল দিল্লির ভারত মণ্ডপমে।
‘পরীক্ষা পে চর্চা’র অঙ্গ হিসাবে ১২ জানুয়ারি ২০২৫, জাতীয় যুব দিবস থেকে আরও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২৩ জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী পর্যন্ত এর আওতায় দেশীয় খেলাধূলা, ম্যারাথন, মিম প্রতিযোগিতা, পথ-নাটিকা, যোগাভ্যাস, পোস্টার তৈরির প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত