সশস্ত্র বাহিনীর প্রাক্তনীরা দেশপ্রেমের প্রতীক : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): মঙ্গলবার সশস্ত্র বাহিনী প্রাক্তনী দিবসে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী দেশের সেই কন্যা ও পুত্র-সন্তানদের কুর্নিশ জানিয়েছেন, যাঁরা দেশের
Narendra Modi


নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): মঙ্গলবার সশস্ত্র বাহিনী প্রাক্তনী দিবসে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী দেশের সেই কন্যা ও পুত্র-সন্তানদের কুর্নিশ জানিয়েছেন, যাঁরা দেশের সুরক্ষায় সারা জীবন ধরে কাজ করে গেছেন। এঁরা দেশপ্রেমের প্রতীক এবং তাঁদের কল্যাণে সরকার কাজ করে যাবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। এক্স পোস্টে এই মর্মে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ১৯৫৩ সালে ১৪ জানুয়ারি স্বাধীনতার পর ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার-ইন-চিফ ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা জাতির জন্য গৌরবময় সেবার পরে অবসর নিয়েছিলেন। অবসর গ্রহণের পর ফিল্ড মার্শাল বহু বছর ধরে জনসাধারণের ও সামাজিক কাজে সক্রিয় ছিলেন। এই দিনটিকে তাই ‘ভেটেরান্স’ দিবস হিসাবে পালিত হওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে। ২০১৭ থেকে পালিত হচ্ছে দিবসটি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande