আগরতলা, ১৩ জানুয়ারি (হি.স.) : গত তিন বছরে ত্রিপুরায় ১,৫৮৭ কোটি ৪৭ লক্ষ ৪১ হাজার ৭৬২ টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এই টাকার হিসাব গাড়ি সহ বাজেয়াপ্ত নেশাসামগ্রীর বাজার মূল্য। সোমবার বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে জনস্বার্থে আনা একটি দৃষ্টি আকর্ষনী নোটিশের জবাবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।
মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে বলেন, গত তিন বছরে (২০২২-২৪) রাজ্য পুলিশ ১,৫৪,৬৫৮ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে। কফসিরাপ (বোতল) বাজেয়াপ্ত করেছে ৫,৮২, ১০০টি। ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে ২৫,৬২,৭৯ ১টি। হেরোইন বাজেয়াপ্ত করেছে ৩৪,৯৭, ১৩৪ গ্রাম। এই সময়ের মধ্যে গাঁজা গাছের চারা ধ্বংস করা হয়েছে ২,৪৫,৯১,২৫৮টি। তাছাড়া সারা রাজ্যে ব্যাপকভাবে নেশা বিরোধী অভিযান চলছে। গাঁজা, কফসিরাপ, নেশার টেবলেট, হেরোইন প্রচুর পরিমাণে বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করছে। সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ব্যক্তি, সহযোগী ও নেশাদ্রব্য পাচারকারীদের গ্রেপ্তার করা হয়েছে। গত তিন বছরে রাজ্যে এনডিপিএস-এ ১,৬৬৫টি মামলা বিভিন্ন থানায় নথিভুক্ত হয়েছে। বিভিন্ন মামলায় ২,৬৯৭ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, বিধায়ক নির্মল বিশ্বাস এবং বিধায়ক নয়ন সরকারের দৃষ্টি আকর্ষনী নোটিশটি ছিল 'নেশামুক্ত রাজ্য গঠনে সরকারের পদক্ষেপ সম্পর্কে'। দৃষ্টি আকর্ষনী নোটিশের উপরে আলোচনায় অংশ নেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, সরকার পক্ষের মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী সাহা রায় ও বিধায়ক সুদীপ রায় বর্মণ।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das