উত্তর ২৪ পরগনা, ১৪ জানুয়ারি (হি.স.): বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিকের নাম করে আর্থিক প্রতারণার অভিযোগে সোমবার রাতে এক পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চায় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
ধৃতের নাম সায়ন্তন দাস। সে হাওড়ার বাসিন্দা। এলাকারই এক স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া। অভিযোগ, বিধাননগর গোয়েন্দা শাখার এক পুলিশকর্তার নাম করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলে ওই পড়ুয়া। এরপরই একাধিক ব্যক্তিকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে টাকা চাইতে শুরু করে বলে অভিযোগ।
গত ৯ নভেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় প্রতারণা সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়ে। তারই ভিত্তিতে সোমবার রাতে হাওড়া থেকে সায়ন্তনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত পড়ুয়াকে হেফাজতে নিয়ে বিশদ তথ্য জানতে চেষ্টা করছে সাইবার থানার পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত