23 Jan 2025, 23:49 HRS IST

কাছাড়ে পৃথক দুই অভিযানে ৩.৬০ কোটি টাকা মূল্যের মাদক সহ গ্রেফতার পাঁচ
কাছাড়ে পৃথক দুই অভিযানে ৩.৬০ কোটি টাকা মূল্যের মাদক সহ গ্রেফতার পাঁচ
কাছাড়ে ৩.৬০ কোটি টাকা মূল্যের মাদক সহ গ্রেফতার পাঁচ


গুয়াহাটি, ১৫ জানুয়ারি (হি.স.) : কাছাড় জেলায় পৃথক দুই অভিযানে পুলিশ ৩.৬০ কোটি টাকার বেশি মূল্যের মাদক সহ পাঁচজনকে গ্রেফতার করেছে। আজ বুধবার মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁর এক্স হ্যান্ডলে এ খবর জানিয়ে মাদক-বিরোধী অভিযানে কাছাড় পুলিশের সাফল্যে সাবাশি দিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, একটি অভিযান চালানো হয়েছিল কাছাড় জেলা সদর শিলচর বাইপাসে এবং অপরটি সোনাই থানা এলাকায়। শিলচর বাইপাসে পরিচালিত অভিযানে দুই পাচারকারীর হেফাজত থেকে প্রায় ৬০ লক্ষ টাকার ৮৮ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ। এর সঙ্গে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

ড. শৰ্মা জানান, সোনাইয়ে অন্য এক অভিযানে তিনজনকে আটক করে তাদের হেফাজত থেকে তিন কোটি টাকা মূল্যের নয় (৯) হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় ধৃতদের বিরুদ্ধে ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫’ (এনডিপিএস)-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande