শিলচরে ‘আমরা বাঙালি’র নেতাজি সুভাষ স্মরণ
শিলচরে ‘আমরা বাঙালি’র নেতাজি সুভাষ স্মরণ
শিলচরে আমরা বাঙালির নেতাজি সুভাষ স্মরণ


শিলচর (অসম), ২৪ জানুয়ারি (হি.স.) : ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর যোদ্ধা তথা আজাদহিন্দ বাহিনীর সর্বাধিনায়ক ও আজাদহিন্দ সরকারের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮-তম জন্মদিবস উপলক্ষ্যে ‘আমরা বাঙালি’ দলের রাজ্য সচিব সাধন পুরকায়স্থ শিলচরে নেতাজির মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন‌।

সন্ধ্যায় নেতাজির জীবন ও আদর্শের ওপর দলের পক্ষ থেকে শিলচরে এক আলোচনাচক্রের আয়োজন করা হয়। আলোচনাচক্রে বক্তব্য পেশ করতে গিয়ে রাজ্য সচিব সাধন পুরকায়স্থ বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন অখণ্ড ভারতবর্ষের মুক্তি সংগ্রামী। তিনি খণ্ডিত ভারতবর্ষ চাননি, আজ ভারতবর্ষ ভেঙে তিন টুকরো হয়েছে। এই পরিস্থিতিতে আজ বাংলাদেশ ও পাকিস্তানের পরিস্থিতি ভয়াবহ। সেখানে সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতিত। আজ যদি দেশভাগ না হতো, তা-হলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না।

সাধন পুরকায়স্থ বিশেষ করে যুব সমাজকে নেতাজির আদর্শ অধ্যয়ন করার আহ্বান জানান। নেতাজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের সেবায় এগিয়ে আসার কথা বলেন পুরকায়স্থ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে গুরুত্ব দিয়ে তাঁর নীতি ও আদর্শ বাস্তবে প্রতিফলিত করতে ভারত সরকারের কাছে আহ্বান জানান তিনি।

মহান এই দেশপ্রেমিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য পেশ করেন অন্যান্যদের মধ্যে রাজা রায়চৌধুরী, তপন দাস, পুলক সোম, পার্থ দেব প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande