চুড়াইবাড়িতে যান দুর্ঘটনায় গুরুতর আহত দুই
কদমতলা (ত্রিপুরা), ২৩ জানুয়ারি (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানাধীন প্রেমতলা থেকে ফুলবাড়ি যাওয়ার সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক সহ দুজন। জানা যায় প্রচন্ড আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। টিআর০৫বি৯৭১৪ নম্বরের এ
সড়ক দুর্ঘটনা


কদমতলা (ত্রিপুরা), ২৩ জানুয়ারি (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানাধীন প্রেমতলা থেকে ফুলবাড়ি যাওয়ার সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক সহ দুজন।

জানা যায় প্রচন্ড আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। টিআর০৫বি৯৭১৪ নম্বরের একটি বাইক ও টিআর০৫জি১৭১৯ নম্বরের মালবাহী বলেরো গাড়ির সংঘর্ষ হয়। তাতে গুরুতর আহত হয় বাইক চালক ও বাইকে থাকা এক আরোহী। সাথে সাথে স্থানীয় লোকজন খবর দেয় প্রেমতলা দমকল বাহিনীর অফিসে। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত বাইক চালক সহ আরোহীকে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। আহত বাইক চালকের নাম আব্দুল সালাম (৪৫)। বাড়ি বাগবাসা বিধানসভার লালছড়া ৩নং ওয়ার্ড এলাকায় এবং তার সাথে থাকা বাইক আরোহী মতসির আলী (৫৫) এর বাড়ি উত্তর ফুলবাড়ি ৬নং ওয়ার্ড এলাকায়।

কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক সন্দীপ দেব প্রাথমিক চিকিৎসার পর আহত বাইক চালক ও আরোহীর আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় চুড়াইবাড়ি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বাইক ও গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি বোলেরো গাড়ির চালক সুলভ দাসকেও আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে, সুলভ দাসের বাড়ী তারকপুর গ্রাম পঞ্চায়েতের ৫ ওয়ার্ড এলাকায়।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande