৭৭তম সেনা দিবস উদযাপিত পূর্বাঞ্চল কমান্ডে
কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): ভারতের পূর্বাঞ্চল সেনা কমান্ড বুধবার কলকাতার বিজয় দুর্গে ৭৭তম সেনা দিবস উদযাপন করল যথাযোগ্য মর্যাদা ও দেশপ্রেমের আবেগে। এই বিশেষ দিনটিকে ঘিরে আয়োজিত হয় একাধিক অনুষ্ঠান, যেখানে ভারতীয় সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস, ব
ইস্টার্ন কমান্ডের


কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): ভারতের পূর্বাঞ্চল সেনা কমান্ড বুধবার কলকাতার বিজয় দুর্গে ৭৭তম সেনা দিবস উদযাপন করল যথাযোগ্য মর্যাদা ও দেশপ্রেমের আবেগে। এই বিশেষ দিনটিকে ঘিরে আয়োজিত হয় একাধিক অনুষ্ঠান, যেখানে ভারতীয় সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস, বীরত্ব এবং আত্মত্যাগকে সম্মান জানানো হয়।

প্রতিবছর ১৫ জানুয়ারি সেনা দিবস পালিত হয়, কারণ এই দিনেই ১৯৪৯ সালে জেনারেল (পরবর্তী কালে ফিল্ড মার্শাল) কে এম কারিয়াপ্পা প্রথম ভারতীয় হিসেবে ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ নিযুক্ত হন। এদিন পূর্বাঞ্চল কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল রাম চন্দ্র তিওয়ারি (UYSM, AVSM, SM) বিজয় স্মারকে পুষ্পস্তবক অর্পণ করে কর্তব্যরত অবস্থায় শহিদ হওয়া সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানটি উপলক্ষে পূর্বাঞ্চল কমান্ডের ১৬টি ইউনিটকে চিফ অফ দ্য আর্মি স্টাফ ইউনিট সাইটেশন এবং ৪৫টি ইউনিটকে জিওসি-ইন-সি পূর্বাঞ্চল কমান্ড ইউনিট সাইটেশন প্রদান করা হয়। এই সম্মাননা প্রাপ্তি সেনাবাহিনীর জাতির প্রতি অবিচল অঙ্গীকার ও দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে।

ভারতীয় সেনাবাহিনী বিশ্বব্যাপী অন্যতম পেশাদার বাহিনী হিসেবে সুপরিচিত। দেশ রক্ষার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের সময় মানবিক সহায়তা প্রদানেও সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। সেনা দিবসের এই অনুষ্ঠানে সেনাবাহিনী পুনরায় জাতির নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষার প্রতি তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande