উত্তরকাশী, ১৫ জানুয়ারি (হি.স.): বুধবার সকালে ভয়াবহ দুর্ঘটনা উত্তরকাশীর জাখোলে। জানা গেছে, জাখোলের সুনকান্দিতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় ১৪ জন যাত্রী আহত হয়েছে বলে জানা যাচ্ছে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর পেয়ে এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয়দের তৎপরতায় বাস থেকে সব যাত্রীদের বের করা হয়। বাসে ২৮ জন ছিল বলে জানা গেছে। তাদের মধ্যে আহত ১৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে ৬ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের পর্যবেক্ষণ-এ রয়েছেন তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ