জেলে আসামি নিয়ে যাওয়ার সময় তাণ্ডব, দুই পুলিশকর্মী গুলিবিদ্ধ উত্তর দিনাজপুরে
উত্তর দিনাজপুর, ১৫ জানুয়ারি (হি.স.): আদালত থেকে দুই আসামিকে থানায় যাওয়ার পথে পুলিশের গাড়ি লক্ষ্য করে চলল গুলি। তাতে জখম হলেন দুই পুলিশকর্মী। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায়। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীকে ভর্তি করানো হয়েছে হাসপা
জেলে আসামি নিয়ে যাওয়ার সময় তাণ্ডব, দুই পুলিশকর্মী গুলিবিদ্ধ উত্তর দিনাজপুরে


উত্তর দিনাজপুর, ১৫ জানুয়ারি (হি.স.): আদালত থেকে দুই আসামিকে থানায় যাওয়ার পথে পুলিশের গাড়ি লক্ষ্য করে চলল গুলি। তাতে জখম হলেন দুই পুলিশকর্মী। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায়।

গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল জেলা পুলিশ মহলে। একটি সূত্রে খবর, গুলিবিদ্ধ দুই পুলিশকর্মীর নাম নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। তাঁদের শারীরিক পরিস্থিতি ঠিক কী, তা এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রের খবর, বুধবার ইসলামপুর আদালতে হাজির করানো হয়েছিল একটি অপরাধের মামলায় যুক্ত দুই আসামিকে। শুনানি শেষে দু’জনকে নিয়ে আবার রায়গঞ্জ জেলে যাচ্ছিল পুলিশ। গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় যখন পুলিশের ভ্যান, তখন একরচালা কালীমন্দিরের কাছে বন্দিদের মধ্যে একজন শৌচকর্ম করবে বলে জানায়। প্রিজন ভ্যান থেকে নামে তারা। অভিযোগ, সেই সময় দুই বন্দি পুলিশকর্মীদের সার্ভিস রিভলবার ছিনিয়ে নেয়। পুলিশকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে দুজনে। দুই পুলিশকর্মী রক্তাক্ত অবস্থায় পথেই লুটিয়ে পড়েন। সেই সুযোগে একটি বাইকে চড়ে চম্পট দেয় দুজনে।

গুলিতে জখম দুই পুলিশকর্মীকে তড়িঘড়ি ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কে বা কারা গুলি চালিয়েছে, তা জানা যায়নি। দুই আসামি পুলিশের ভ্যান থেকে পালিয়েছেন কি না, সেটাও স্পষ্ট নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande