বাংলাদেশে সংস্কারের নামে খেলার কটাক্ষ করলেন তসলিমা
কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): “সংস্কারের নামে এক পাল অনভিজ্ঞ এবং জিহাদি সমর্থিত লোক ওপর তলায় বসে আরাম করবে, আর দেশ জুড়ে জিহাদিদের তাণ্ডব চলতে থাকবে, এ আর কাহাতক সহ্য করা যায়!” বুধবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এই মন্তব্য করলেন নির্বাসিত লেখিকা তসলিমা ন
তসলিমা নাসরিন


কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.): “সংস্কারের নামে এক পাল অনভিজ্ঞ এবং জিহাদি সমর্থিত লোক ওপর তলায় বসে আরাম করবে, আর দেশ জুড়ে জিহাদিদের তাণ্ডব চলতে থাকবে, এ আর কাহাতক সহ্য করা যায়!” বুধবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এই মন্তব্য করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

তিনি লিখেছেন, “ক্ষমতার আরাম কেউ ছাড়তে চায় না। গত বছরের আগস্ট মাসে শুনেছিলাম সংস্কার করতে তিন মাস লাগবে, তারপর শুনলাম ছ' মাস, তারপর শুনেছি এক বছর। এখন তো শুনি দু'বছর লাগবে। কী, তারা নাকি এমন সংস্কার করছে, যে সংস্কারের কারণে কেউ ফ্যাসিবাদী হতে পারবে না। বাংলাদেশের রাজনীতিকদের মতো শেয়ানা মাল কমই আছে দুনিয়ায়, তারাও সংস্কারের সংস্কার করে ফ্যাসিস্ট হবে। এসব সংস্কার ক্ষমতার জোরে হাওয়ায় উড়িয়ে দিতে তাদের দুমিনিট লাগবে না।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande