রাজগড়, ১৫ জানুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে সারাংপুর থানার অন্তর্গত চতরুখেদি জোড় গ্রামের কাছে। এক পুলিশ আধিকারিক জানান , চতরুখেদি জোড় গ্রামের কাছে একটি দ্রুতগামী বাইক পেছন থেকে ধাক্কা মারে এক ট্রাকচালককে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই হরবিন্দর সিং (৪৮) নামে ট্রাক চালকের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের পাঠায়। বুধবার ময়নাতদন্ত শেষে পুলিশ মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য