কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.): কুয়াশার জেরে বিঘ্নিত হল বিমান পরিষেবা। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বাতিল করা হয়েছে বাগডোগরাগামী বিমান। তাতেই বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। শুক্রবার সকালে সাড়ে পাঁচটায় দমদম থেকে উড়ান দেওয়ার কথা ছিল বাগডোগরাগামী একটি বিমানের। সেই মতো নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন যাত্রীরা।
অভিযোগ, সামান্য কয়েক মিনিট আগে জানানো হয় বিমানটি বাতিল করা হয়েছে। তাতেই স্বাভাবিকভাবে ক্ষোভ তৈরি হয়েছে। যাত্রীদের অভিযোগ, বাতিলের কারণ নিয়ে কর্তৃপক্ষ স্পষ্টভাবে কিছু জানাচ্ছে না। বিমানবন্দর সূত্রে খবর, অবিলম্বে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / রাকেশ