পূর্ব মেদিনীপুর, ২৪ জানুয়ারি (হি.স.): পূর্ব মেদিনীপুরের ময়নায় বধূকে খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হল স্বামী। পুলিশ সূত্রে খবর, মৃতা ওই মহিলার নাম শেফালি বর্মণ। তাঁর বাড়ি ময়না থানার আড়ংকিয়ারানা গ্রামে। শুক্রবার সকালে পুলিশ তাঁর স্বামীকে গ্রেফতার করেছে। ধৃতের নাম পবিত্র বর্মন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পবিত্র কর্মসূত্রে আন্দামানে বসবাস করত। বাড়িতে শেফালি একাই থাকত। অভিযোগ, তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। ভগবানপুর থানা এলাকার এক যুবককে তিনি না কি লুকিয়ে বিয়েও করেছিলেন। সেই খবর কোনওভাবে পবিত্র জানতে পারে। এরপরই সে শেফালিকে খুনের পরিকল্পনা করে।
হিন্দুস্থান সমাচার / রাকেশ