নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): যেন একটা অঘোষিত জরুরী মিটিং চলছে, চেয়ারম্যান মিটিং চালিয়ে যাচ্ছেন এবং তিনি কারও কথা শুনছেন না। ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক প্রসঙ্গে শুক্রবার এই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন, সম্পূর্ণ প্রহসন চলছে।
উল্লেখ্য, জেপিসি বৈঠকে হট্টগোলের পরে ওয়াকফ সংশোধনী বিল ২০২৪-এর যৌথ সংসদীয় কমিটির বৈঠক থেকে ১০ বিরোধী সাংসদকে দিনের মতো সাসপেন্ড করা হয়েছে। বরখাস্ত হওয়া বিরোধী সাংসদের মধ্যে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মোঃ জাওয়াইদ, এ রাজা, আসাদউদ্দিন ওয়াইসি, নাসির হুসেন, মহিবুল্লাহ, এম আবদুল্লাহ, অরবিন্দ সাওয়ান্ত, নাদিমুল হক, ইমরান মাসুদ।
হিন্দুস্থান সমাচার / রাকেশ