পর্যটকদের জন্য সুখবর, উদ্যান ও অভয়ারণ্যের টিকিট মুকুব
কোচবিহার, ২৪ জানুয়ারি (হি.স.): রাজ্যের কোনও জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে ঢুকতে পর্যটকদের এখন থেকে আর টিকিট কাটতে হবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম৷ উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া, জলদাপাড়া ও গরুমারা জা
পর্যটকদের জন্য সুখবর, উদ্যান ও অভয়ারণ্যের টিকিট মুকুব


কোচবিহার, ২৪ জানুয়ারি (হি.স.): রাজ্যের কোনও জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে ঢুকতে পর্যটকদের এখন থেকে আর টিকিট কাটতে হবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম৷

উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া, জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যান এবং চাপড়ামারি অভয়ারণ্যে বেড়াতে আসা পর্যটকদের আর টিকিট কাটতে হবে না। স্বাভাবিকভাবেই উচ্ছসিত পর্যটকরা।

তবে জিপসি গাড়ি ও গাইড নিয়ে পর্যটকদের জঙ্গল প্রবেশ করতে হবে। যাঁরা আগে আসবেন তারাই প্রবেশ করতে পারবেন। নিয়ম মেনে প্রতিটি ওয়াচ টাওয়ার প্রতি যতজন যাওয়ার অনুমতি দেওয়া হত সেভাবেই পর্যটকরা যেতে পারবেন বলে জানা গিয়েছে।

এই বিষয়ে জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বনাধিকারিক প্রবীন কাশোয়ান জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে জলদাপাড়া জাতীয় উদ্যানে বেড়াতে আসা পর্যটকদের শুক্রবার থেকে কোনও প্রবেশমূল্য লাগবে না৷ রাজ্যের কোনও জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে ঢুকতেই আর টিকিট আর লাগবে না।

প্রসঙ্গত, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল মুখ্যমন্ত্রীর চলতি সফরে প্রশাসনিক সভায় রাজভাতখাওয়ায় বেড়াতে আসা পর্যটকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার কথা মুখ্যমন্ত্রীকে জানান। এরপরেই টিকিট না নেওয়ার নির্দেশ দেন মমতা।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande