এই নতুন বছর কৃষকদের জন্য উৎসর্গীকৃত : শিবরাজ সিং চৌহান
ত্রিম্বক, ৩ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন বছর কৃষকদের জন্য উৎসর্গ করলেন। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে প্রার্থনা করেছেন। যথোচিত ধর্মীয় মর্য
শিবরাজ চৌহান


ত্রিম্বক, ৩ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন বছর কৃষকদের জন্য উৎসর্গ করলেন। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে প্রার্থনা করেছেন। যথোচিত ধর্মীয় মর্যাদায় পূজার্চনা করেছেন তিনি।

পরে শিবরাজ সিং চৌহান বলেছেন, ''আমি প্রতিটি নতুন বছরে আমার পরিবারের সঙ্গে ভগবানের আশীর্বাদ পেতে এখানে আসি। এই নতুন বছর কৃষকদের জন্য উৎসর্গীকৃত। আমি কৃষকদের আশ্বস্ত করতে চাই, কৃষকদের ফসলের যে ক্ষতি হয়েছে তা 'শস্য বীমা প্রকল্পের' আওতায় পুনরুদ্ধার করা হবে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande