যোরহাট (অসম), ৫ জানুয়ারি (হি.স.) : অবশেষে গিবন অভয়ারণ্যে উদ্ধার হয়েছে নিখোঁজ কাঠ কুড়ানি মহিলার মৃতদেহ। শনিবার রাতে হাতে হাতে টর্চ নিয়ে পুলিশ ও বনকর্মীদের সঙ্গে নিয়ে অভয়ারণ্যের ভিতরে নিখোঁজ মহিলাকে খুঁজতে যান মরিয়নির বিজেপি বিধায়ক রূপজ্যোতি কুৰ্মি।
প্ৰায় ঘণ্টাখানেক যৌথ তালাশি চালিয়ে কাঠ কুড়ানি মহিলা অঞ্জনা চামশির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। অঞ্জনার ক্ষতবিক্ষত মতদেহ দেখে পুলিশ ও বনকর্মীদের নিশ্চিত ধারণা, বুনো হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর।
প্রসঙ্গত, প্রতিদিনের মতো গতকাল বিকেলের দিকে গিবন অভয়ারণ্যে কাঠ কুড়োতে গিয়েছিল মধ্য বয়সি অঞ্জনা চামশি। এর পর থেকে তিনি নিখোঁজ হয়ে পড়েছিলেন৷ বিধায়ক রূপজ্যোতি কুর্মির এ ধরনের মানবিক কর্মকাণ্ডে সন্তোষ ব্যক্ত করেছেন এলাকার জনসাধারণ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস