বিশ্বনাথ (অসম), ৫ জানুয়ারি (হি.স.) : সাতিয়া থানা থেকে পুলিশের দল নিয়ে বিশ্বনাথের পুলিশ সুপার মাদক-বিরোধী পৃথক দুই বিশেষ অভিযান চালিয়ে দুটি যাত্রীবাহী বাস থেকে মাদক সহ দুই চোরাকারবারিকে আটক করেছেন।
আজ রবিবার জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে মাদক-বিরোধী অভিযান চালিয়েছিলেন পুলিশ সুপার। দুই দুই চোরাকারবারির হেফাজত থেকে লক্ষাধিক টাকার মাদক-দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত দুই মাদক কারবারির নামধাম এখনই খোলসা করছে না পুলিশ। সূত্রটি জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস