জম্মু, ৫ জানুয়ারি (হি.স.): শনিবার গভীর রাতে শ্রীনগরের রাজৌরিতে একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে দুই দমকলকর্মীও দগ্ধ হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ