ধান বোঝাই লরি উদ্ধার, গ্রেফতার একাধিক 
বাঁকুড়া, ৭ জানুয়ারি (হি.স.) : ধান বোঝাই এক লরি উদ্ধার করল বাঁকুড়া পুলিশ। ঘটনায় লরির চালক, খালাসিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিহারের বাঁকা জেলার অমরপুর কামদেবপুরের বাসিন্দা রামবিলাস শাহ ৩০ টন ধান বোঝাই করে লরি নিয়ে বর্ধমানের শেহারাব
ধান বোঝাই লরি উদ্ধার, গ্রেফতার একাধিক 


বাঁকুড়া, ৭ জানুয়ারি (হি.স.) : ধান বোঝাই এক লরি উদ্ধার করল বাঁকুড়া পুলিশ। ঘটনায় লরির চালক, খালাসিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিহারের বাঁকা জেলার অমরপুর কামদেবপুরের বাসিন্দা রামবিলাস শাহ ৩০ টন ধান বোঝাই করে লরি নিয়ে বর্ধমানের শেহারাবাজারের উদ্দেশে রওনা দিয়েছিলেন। যাত্রাপথে চালক লরি ঘুরিয়ে সোনামুখী হয়ে যাওয়ার জন্য ঠিক হয়। অভিযোগ, বড়জোড়া ব্যারেজের কাছে চালক ও খালাসি লরিটি নিয়ে পালিয়ে যায়।

লরির হদিশ না পেয়ে রামবিলাস বেলিয়াতোড় থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে কোতুলপুর থেকে লরি উদ্ধার করে। অভিযুক্ত চালক, খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande