আগরতলা, ৭ জানুয়ারি (হি.স.) : দমকল কর্মীদের তৎপরতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পতে রক্ষা পেল রাজধানী আগরতলার জিবি বাজার। মঙ্গলবার জিবি বাজারে একটি ফলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মোট তিনটি দোকানের ক্ষতি হয়। ঘটনাকে কেন্দ্র করে জিবি বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর জিবি বাজার এলাকার একটি ফলের দোকান থেকে হঠাৎ কালো ধোয়া নির্গত হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের একটি মিষ্টির দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। দমকলের তিনটি ইঞ্জিনের কর্মীদের তৎপরতায় প্রায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ফলের দোকান এবং তার পাশের একটি মিষ্টির দোকান ও আরো একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
দমকলের এক আধিকারিক জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যবেক্ষণ না করে ক্ষয়ক্ষতি আনুমানিক মূল্য নির্ধারণ করা যাবে না বলে জানান তিনি। এই ঘটনায় জিবি বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জিবি বাজারের ব্যবসায়ীদের অভিমত, দমকল কর্মীরা সময় মতো এসে আগুন নিয়ন্ত্রণের না আনলে পাশের দোকানগুলিতেও ছড়িয়ে পড়ত। দমকল কর্মীদের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ