বিশালগড় (ত্রিপুরা), ৭ জানুয়ারি (হি.স.) : নিম্নমানের কাজের অভিযোগে মঙ্গলবার এমপি ফান্ডের ৩০ লক্ষ টাকার গোলাঘাটি বাজারের নাট মন্দিরের কাজ বন্ধ করে দিলেন ব্যবসায়ী সহ এলাকাবাসী।
এমপি ফান্ডের ৩০ লক্ষ টাকায় গড়ে উঠছে গোলাঘাটি নাট মন্দির। গ্রামোন্নয়ন দফতরের বিশ্রামগঞ্জ ডিভিশনের তত্ত্বাবধানে চলছে কাজ। অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে এই নাট মন্দির নির্মাণে, অভিযোগ এলাকাবাসীর। গোলাঘাটি পঞ্চায়েত এবং বাজার সমিতির কয়েকজন সদস্য নিয়ে কাজ তত্ত্বাবধানের জন্য একটি কমিটি করা হলেও কমিটি এই নিম্নমানের কাজের কোন অভিযোগ করছে না।
স্টোন চিপস দিয়ে কাজ করার কথা থাকলেও অত্যন্ত নিম্নমানের ইটের চিপস দিয়ে কাজ চলছে। ঢালাই যেই স্থানে ৬ ইঞ্চি ধরা আছে সেই স্থানে এক বা দেড় ইঞ্চি করে ঢালাই চলছে। পর্যাপ্ত পরিমাণ জল দেওয়া হচ্ছে না। কাজে যে সমস্ত রড ব্যবহার করা হচ্ছে এগুলির মাপও ঠিক নেই। যেখানে ১২ এমএম রড ব্যবহারের কথা সেই স্থানে ৮এম এম রড ব্যনহার করা হচ্ছে। এছাড়াও মন্দিরের যে সমস্ত কাঠ এবং পুরাতন টিন ছিল সেগুলি বিক্রির টাকা ভাগাভাগির প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, গোলাঘাটির ঘোষপাড়া এলাকার বিপ্লব চন্দ্র সেই কাজের বরাত পায়। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর চাপে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঠিকাদার। স্থানীয় পঞ্চায়েত এবং মহকুমা শাসক, জেলাশাসক এসে ঘটনার তদন্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ