কল্যাণী, ৯ জানুয়ারি(হি.স.): নদীয়ার গয়েশপুর পৌরসভার প্রধান সুকান্ত চ্যাটার্জির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূল পরিচালিত পৌরসভার ১১ জন কাউন্সিলর। বৃহস্পতিবার কল্যাণীর মহকুমা শাসকের দফতরে একাধিক গুরুতর অভিযোগ তুলে একটি লিখিত আবেদন জমা দেন তারা।
গয়েশপুর পৌরসভার মোট ১৮টি ওয়ার্ডের মধ্যে ১১ জন কাউন্সিলর এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন। অভিযোগপত্রে তারা উল্লেখ করেছেন, পৌর প্রধান কাজের ক্ষেত্রে বারবার ব্যর্থ হচ্ছেন। কোনো রকম টেন্ডার ছাড়াই কাজ করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি আর্থিক দুর্নীতির অভিযোগও তোলা হয়েছে।
অভিযোগকারী এক কাউন্সিলরের মতে, “পৌরসভায় উন্নয়নমূলক কাজ থমকে গেছে। টেন্ডার ছাড়াই কাজ করানো হচ্ছে এবং আর্থিক বিষয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। এই কারণে আমরা প্রধানের পদত্যাগ দাবি করেছি।”
এ বিষয়ে পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জি জানিয়েছেন, “আমি এখনও এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। দলের কাছে বিষয়টি জানাব। কাউন্সিলররা অভিযোগ করতেই পারেন। দল যদি আমার পদত্যাগের নির্দেশ দেয়, তবে আমি তা মেনে নেব।”
এই অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গয়েশপুর পৌরসভার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, দল ও প্রশাসনের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়