হাফলং (অসম), ১৩ অক্টোবর (হি.স.) : জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা এবং পরিষেবা প্রচারের লক্ষ্যে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের উদ্যোগে ১৫ অক্টোবর হাফলং এনএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে এক মেগা স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হবে।
সোমবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কনফারেন্স হল-এ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনস্থ স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কার্যনির্বাহী সদস্য স্যামুয়েল চাংসন এক সাংবাদিক সম্মেলন করে এই মেগা স্বাস্থ্য পরিষেবার প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের বলেন, রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে এই মেগা স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, আগামী ১৫ অক্টোবর হাফলং এন এল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে। এই স্বাস্থ্য শিবিরে জিরো থেকে ১৮ বছরের মধ্যে শিশুদের জটিল রোগের স্ক্রিনিং করা হবে এবং প্রয়োজনে সরকারি ব্যয়ে এঁদের চিকিৎসা করানো হবে।
স্যামুয়েল চাংসন বলেন, এই মেগা স্বাস্থ্য মেলায় বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন স্যামুয়েল চাংসন
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বশাসিত পরিষদের প্রধান সচিব পার্থ জহরি, যুগ্ম-সচিব রেবেকা চাংসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-অধিকর্তা জসমিন বেগম প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব