দার্জিলিং, ১৩ অক্টোবর (হি.স.) : টানা বৃষ্টিপাতের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গ । সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এখন, শিলিগুড়ি এবং সিকিমের সংযোগকারী জীবনরেখা হিসেবে বিবেচিত ১০ নম্বর জাতীয় সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, রাস্তা মেরামতের কারণে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকল যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই বিষয়ে সরকারি নির্দেশিকা জারি করেছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, ২৯ মাইল থেকে গেলখোলা পর্যন্ত রাস্তার বেশ কয়েকটি অংশে ভূমিধসের ঘটনা ঘটেছে। গেলখোলা এলাকায় গর্ত তৈরির কারণে রাস্তার নিচের স্তর ধসে পড়েছে। এর ফলে পুরো রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
সিকিমে যাওয়া সমস্ত যানবাহন এখন কালিম্পং প্রশাসনের তৈরি বিকল্প রুট ব্যবহার করবে। যানবাহন আলাগাদা এবং গরুবাথান রুট দিয়ে যাতায়াত করবে। দার্জিলিং থেকে কালিম্পং রুটও খোলা রয়েছে।
তবে, এই সিদ্ধান্ত অনেকের জন্য অসুবিধাজনক। সাধারণত শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছাতে ৪.৫ ঘন্টা সময় লাগে, যেখানে বাগরাকোট-লাভা-আলাগড় বা গরুবাথান রুট দিয়ে একই দূরত্ব অতিক্রম করতে ছয় ঘন্টারও বেশি সময় লাগে। তিস্তা বাজার, পেশক রোড, অথবা কালিঝোরা-এর আঁকাবাঁকা রাস্তাগুলিও ভারী যানবাহনের জন্য অনুপযুক্ত। পর্যটক এবং স্থানীয়রা এখন রুটটি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি