আগরতলা, ১৩ অক্টোবর (হি.স.) : সোমবার আগরতলার সোনারতরী সরকারি অতিথিশালায় পশ্চিম ত্রিপুরা জেলা পঞ্চায়েত দফতরের উদ্যোগে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মণ সভাপতিত্ব করেন।
সভায় পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থে পশ্চিম ত্রিপুরা জেলার ত্রিস্তর পঞ্চায়েত পর্যায়ে ইতিমধ্যে সম্পন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং অব্যয়িত অর্থ ব্যয়ের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী কিশোর বর্মণ দফতরের আধিকারিকদের নির্দেশ দেন, আগামী তিন মাসের মধ্যে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে নির্দিষ্ট কর্মসূচি রূপায়ণ করতে হবে। তিনি জানান, তিন মাস পর পরবর্তী পর্যালোচনা বৈঠকে এইসব প্রকল্পের অগ্রগতি ও সাফল্য পর্যালোচনা করা হবে।
আজকের সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়ক মীনারাণী সরকার, জিলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতি ও বিএসি’র চেয়ারম্যান, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার, বিভিন্ন ব্লকের বিডিও এবং পঞ্চায়েত দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ