ফটিকরায়ে যাত্রীবাহী ইরিক্সা ও মালগাড়ির সংঘর্ষে আহত ৬
কুমারঘাট (ত্রিপুরা), ১৩ অক্টোবর (হি.স.) : ঊনকোটি জেলার ফটিকরায়ে সোমবার সন্ধ্যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। কুমারঘাট-কাঞ্চনবাড়ি সড়কের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী ইরিক্সার সঙ্গে একটি মালগাড়ির সংঘর্ষে গুরুতরভাবে আহত হন ছয় জন যাত্রী
আহত মা ও ছেলে


কুমারঘাট (ত্রিপুরা), ১৩ অক্টোবর (হি.স.) : ঊনকোটি জেলার ফটিকরায়ে সোমবার সন্ধ্যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। কুমারঘাট-কাঞ্চনবাড়ি সড়কের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী ইরিক্সার সঙ্গে একটি মালগাড়ির সংঘর্ষে গুরুতরভাবে আহত হন ছয় জন যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইরিক্সাটি যাত্রী নিয়ে কুমারঘাটের দিক থেকে যাচ্ছিল। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইরিক্সায় থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে জখম হন।

আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে ফটিকরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আহত রত্না দত্ত, প্রতাপ দত্ত, নীরদ পাল এবং প্রীতম দে-কে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তর করা হয়েছে ঊনকোটি জেলা হাসপাতালে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande