সাব্রুম (ত্রিপুরা), ১৩ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সোমবার ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। তিনি জানান, সিপিআইএম-এর পতিছড়ি পার্টি অফিসে পাঁচবার হামলার ঘটনা ঘটেছে এবং এই অবস্থায় দুষ্কৃতীরা দু’বার অফিস লুটও করেছে।
জিতেন্দ্র চৌধুরী সেই পার্টি অফিস পরিদর্শন করেন যেখানে সম্প্রতি ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগ ওঠে। তিনি আরও জানান, ১৯৮৮ সালে বীরচন্দ্র মনু গণহত্যায় নিহত সিপিআইএম কর্মীদের স্মরণে নির্মিত শহীদ বেদীতেও হামলা চালানো হয়। সিপিআইএম পলিটব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী বলেন, “পার্টি অফিসের খুব কাছে অবস্থিত শহীদ বেদীতে ককটেল নিক্ষেপ করা হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর এই অফিসে পাঁচবার আক্রমণ করা হয়েছে।”
সিপিআইএম নেতা দাবি করেন, বীরচন্দ্র মনু হত্যাকাণ্ডের সময় কংগ্রেস ক্ষমতায় ছিল এবং বিজেপির সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নেই। তবুও, তাদের দলীয় অফিস এবং কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে।
জিতেন্দ্র চৌধুরী আরও অভিযোগ করেন, বিজেপি ইতিহাস বিকৃতির মাধ্যমে নতুন পরিকল্পনা গ্রহণ করছে। তিনি বলেন, “১৯৮৮ সালের হামলায় যারা যুক্ত ছিল তাদেরকে আজকের দিনে গেরুয়া দল বীর হিসেবে সম্মানিত করছে, যদিও সেই সময় তাদের বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না।”
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ