বাঁকুড়া, ১৪ অক্টোবর (হি.স.): বিজেপি সাংসদ খগেন মূর্মূ সহ বিজেপি কর্মকর্তাদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বিজেপি বাঁকুড়া সাংগঠনিক জেলার উদ্যোগে জেলাশাসকের দফতরে অভিযান ও স্মারকলিপি প্রদান করা হয়। কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক লালবাজার মোড় থেকে মিছিল করে জেলা শাসকের দফতরের উদ্যেশ্যে রওনা দেয়। প্রাক্তন সাংসদ ডাঃ সুভাষ সরকার, বিধায়ক নিলাদ্রী দানা, বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চ্যটার্জী মিছিলের নেতৃত্ব দেন । মিছিল জেলা শাসকের দফতরের কাছাকাছি এলে পুলিশ মিছিলের গতিরোধ করলে উত্তজনার সৃষ্টি হয়।বিজেপির কর্মীরা পুলিশের ব্যরিকেড ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এক প্রতিনিধি দল জেলাশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন।
জেলা বিজেপির সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন সারা রাজ্যে এক অরাজক অবস্থা। বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে একজন সম্মানীয় সাংসদ আক্রান্ত হচ্ছেন, তাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে, তার মুখমন্ডলে র তিনটি হাড় ভেঙে গেছে।একজন সাংসদের যেখানে নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একজন আদিবাসী সম্প্রদায়ের নেতাকে মেরে ফেলার চেষ্টা সমগ্ৰ আদিবাসী সমাজ ক্ষুব্ধ। রাজ্যে আদিবাসীদের জমি অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, পাথর বালি র মত প্রাকৃতিক সম্পদ লুঠ হচ্ছে অপরদিকে মহিলা নির্যাতন চরম পর্যায়ে। শাসক দলের মদতপুষ্ঠ গুন্ডারা এই সব কান্ডে জড়িত তা প্রমাণিত। অবিলম্বে এসব বন্ধ না হলে আগমী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে তিনি মন্তব্য করেন।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট