পূর্ব মেদিনীপুর, ১৪ অক্টোবর, (হি.স.): কালীপুজোর আগে বিভিন্ন জায়গায় বাজি তৈরি ও বিক্রি হচ্ছে। শব্দবাজি বন্ধে এ বারও তৎপর পুলিশ। ইতিমধ্যেই জেলার একাধিক থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করছে। সেই সঙ্গে বেআইনি ভাবে বাজি তৈরি করা এবং তা বিক্রির অভিযোগে পুলিশ মোট ৪ জনকে গ্রেফতার করল।
গত দু’দিন ফের অভিযান চালিয়ে মহিষাদল ও তমলুক থানার পুলিশ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল। সোমবার রাতে মহিষাদল থানা এলাকায় পুলিশ অভিযান চালায়। সেখানে কমল মাজি নামে একজন ব্যক্তির কাছ থেকে প্রায় ২১৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরির মশলা পুলিশ বাজেয়াপ্ত করে। জানা গিয়েছে, কমল মহিষাদলের চিঙ্গুরমারি এলাকার বাসিন্দা। মহিষাদল থানার পুলিশ জানিয়েছে, মামলা রুজু করে তদন্ত শুরু হয়।
ঠিক তার একদিন আগে রবিবার রাতে তমলুক থানার শহিদ মাতঙ্গিনী ব্লকের ডিমারি বাজার এলাকায় পুলিশ অভিযান চালায়। সেখান থেকে পুলিশ একটি দোকানের মালিককে গ্রেফতার করে। সেই সঙ্গে প্রায় ১৫০ কেজি ওজনের নিষিদ্ধ শব্দবাজিও পুলিশ উদ্ধার করে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত