উত্তর দিনাজপুর, ১৪ অক্টোবর (হি.স.): উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকে অবৈধ খনির বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। মঙ্গলবার চোপড়া থানার পরিদর্শক সুরজ থাপার নেতৃত্বে সোনাপুর মহানন্দা ঘাটে পুলিশ অভিযান চালায়। একজনকে আটক করা হয়। এছাড়াও, পুলিশ ঘটনাস্থল থেকে একটি আর্থমুভার এবং একটি ট্র্যাক্টর বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে।
চোপড়া থানার পরিদর্শক সুরজ থাপা জানিয়েছেন, বর্ষার মরসুমে নদী থেকে বালি উত্তোলন নিষিদ্ধ। নিষেধাজ্ঞা এখনও প্রত্যাহার করা হয়নি। তবে ব্লকের বিভিন্ন এলাকায় অবৈধ বালি উত্তোলন অব্যাহত রয়েছে। সোনাপুর মহানন্দা ঘাটে এর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে এবং ১২টি থার্মোকল বোর্ড সহ কিছু বালি উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। একটি আর্থমুভার এবং একটি ট্র্যাক্টরও বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি জানিয়েছেন যে অভিযান অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি