মাহোবা, ১৪ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের মাহোবাতে ট্র্যাক্টর ও বাইকের সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে, সোমবার গভীর রাতে ঝাঁসি-মির্জাপুর মহাসড়কে। দুর্ঘটনায় দুজন নিহত, আরও দুজন আহত হয় ।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গাছে, সোমবার গভীর রাতে চার যুবক বাইকে করে তাদের গ্রামে যাচ্ছিল। রিভাই মোড়ের কাছে একটি দ্রুতগামী ট্র্যাক্টরের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। ঘটনায় চারজন যুবক আহত হয়। ট্র্যাক্টর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
এক পুলিশ আধিকারিক জানান, দুইজন নিহতর নাম আকাশ রাজপুত। তিনি মাহোবা জেলার থানা এলাকার ব্যারজো গ্রামের বাসিন্দা। অন্য জন ভরত গুপ্ত। তিনি দুলারার বাসিন্দা। আহতদের নাম সত্যম (১৭) এবং অনিল (১৯)। এরা সকলেই পানওয়াড়ি শহরের বিবেকানন্দ ইন্টার কলেজের ছাত্র । পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে বাইক ও ট্র্যাক্টর বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন