দক্ষিণ ও উত্তরে শুষ্ক আবহাওয়া, শীতের অনেক দেরি কলকাতায়
কলকাতা, ১৫ অক্টোবর (হি.স.): বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া পশ্চিমবঙ্গে। আগামী এক সপ্তাহ দক্ষিণ ও উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বত্রই মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়া
দক্ষিণ ও উত্তরে শুষ্ক আবহাওয়া, শীতের অনেক দেরি কলকাতায়


কলকাতা, ১৫ অক্টোবর (হি.স.): বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া পশ্চিমবঙ্গে। আগামী এক সপ্তাহ দক্ষিণ ও উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বত্রই মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া সংক্রান্ত সতর্কতাও নতুন করে কিছু দেওয়া হয়নি। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোথাও আকাশ অংশত মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টি হবে না। যদিও এখনই রাজ্যে শীত প্রবেশের সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে আরও সময় লাগবে। কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা না হলে শীতের আমেজ আসবে না। ডিসেম্বরের আগে কলকাতায় শীতের সম্ভাবনা কম। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ছিল ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande