লামডিং-বদরপুর পাহাড় লাইনে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই
হাফলং (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : লামডিং-বদরপুর পাহাড় লাইনে চলন্ত ট্রেনের দুই যাত্রীকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার করেছে আরপিএফ। ধৃত দুজনকে নিম্ন অসমের ধুবড়ি জেলান্তর্গত ফকিরগঞ্জের বাসিন্দা মুসলেম আলি (৪৮) এবং ইমরান আহমেদ (২৭) বলে পরিচয়
পাহাড় লাইনে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই যুবক


হাফলং (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : লামডিং-বদরপুর পাহাড় লাইনে চলন্ত ট্রেনের দুই যাত্রীকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার করেছে আরপিএফ। ধৃত দুজনকে নিম্ন অসমের ধুবড়ি জেলান্তর্গত ফকিরগঞ্জের বাসিন্দা মুসলেম আলি (৪৮) এবং ইমরান আহমেদ (২৭) বলে পরিচয় পাওয়া গেছে।

লামডিং-বদরপুর পাহাড় লাইনে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন থেকে কখনও গাঁজা, কখনও মদ উদ্ধার হলেও এবার শিলচর-সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট ট্রেনে আরপিএফ-এর অভিযানে দুই যাত্রীর হেফাজত থেকে লক্ষাধিক টাকার মাদক ব্রাউন সুগার উদ্ধার হয়্ছ।

গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ ১২৫১৪ নম্বর শিলচর-সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস নিউহাফলং স্টেশনে আসার পর ট্রেনের এম ২ কোচের ৩৯ এবং ৪০ নম্বর আসনের দুই যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণের ব্রাউন সুগার উদ্ধার করেছেন আরপিএফ-এর এএসআই মিয়ার আলি এবং এইচসি নারায়ণ ডেকা। ব্রাউন সুগার সহ দুই যাত্রীকে নিউহাফলং স্টেশনে নামিয়ে গ্রেফতার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande