রামকৃষ্ণনগরের কালাছড়া চা বাগানে উদযাপিত আন্তর্জাতিক কন্যা শিশু দিবস
শ্রীভূমি (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : শ্রীভূমির ডিস্ট্রিক্ট হাব ফর এমপাওয়ারমেন্ট অব উইমেন, সংক্ষেপে ডিএইচইডব্লুউ-এর উদ্যোগে রামকৃষ্ণনগর সম-জেলার অন্তর্গত কালাছড়া চা বাগানে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।
রামকৃষ্ণনগরের কালাছড়া চা বাগানে উদযাপিত আন্তর্জাতিক কন্যা শিশু দিবস


শ্রীভূমি (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : শ্রীভূমির ডিস্ট্রিক্ট হাব ফর এমপাওয়ারমেন্ট অব উইমেন, সংক্ষেপে ডিএইচইডব্লুউ-এর উদ্যোগে রামকৃষ্ণনগর সম-জেলার অন্তর্গত কালাছড়া চা বাগানে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সম-জেলার এসপি অনশুল শর্মা, সহযোগী সার্কল অফিসার জনাথন ভাইপেই, জেলা সমাজকল্যাণ আধিকারিক আহিদুল ইসলাম, সিডিপিও গোকুল শর্মা, চাইল্ড লাইনের কর্মকর্তা ইয়াসমিন সুলতানা চৌধুরী, ওয়ান স্টপ সেন্টারের নবনীতা দেবনাথ, ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিক অনুপ পুরকায়স্থ সহ সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেয়েদের ক্ষমতায়ন ও শিক্ষা, সুরক্ষা এবং সমতার অধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়েছে। সামাজিক প্রতিবন্ধকতা সত্ত্বেও যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এবং সমাজকর্ম ও শিক্ষা ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করেছেন তাঁদের উল্লেখযোগ্য অবদানের জন্য সংবর্ধনা এবং সম্মানিত করা হয়। এতে সমাজকল্যাণ বিভাগের গীতা কুর্মি, সবিতা গোড় ও সবিতা ভর এবং শিক্ষা বিভাগের সাইমা বেগম ও পিঙ্কি কুর্মিকে সংবর্ধিত করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠান এমন একটি সমাজ গঠনের প্রতি সম্মিলিত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার জন্য একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে সংশ্লিষ্ট মেয়ে স্বপ্ন দেখতে, অর্জন করতে এবং মর্যাদার সাথে নেতৃত্ব দিতে পারে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande