শ্রীভূমি (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : পাথারকান্দি বিধানসভা এলাকাধীন করচারঘাট মহিলা সমবায় সমিতি লিমিটেডের কারখানায় অসমের গামোছার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তথা হস্ততাঁত ও বস্ত্রশিল্প বিভাগের বিভিন্ন প্রকল্পের ওপর এক সজাগতা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন হস্ততাঁত ও বস্ত্রশিল্প বিভাগের সহকারী অধিকর্তা গুঞ্জন কলিতা। সভায় সহকারী অধিকর্তা তাঁতশিল্পীদের ভবিষ্যত সুরক্ষা ও তাঁদের জীবিকার মানদণ্ডের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভায় প্রধান অতিথি হস্ততাঁত ও বস্ত্রশিল্প বিভাগের উপ-অধিকর্তা মিজানুর রহমান প্রাঞ্জল ভাষায় জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই গামোছার মোট আট প্রকার গামোছার বিষয় নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। ১০০ জন মহিলা তাঁতশিল্পীকে জিআই রেজিস্ট্রেশন করে সরকারের সব সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করে শিল্পের প্রতি তাঁতশিল্পীদের উৎসাহিত করেন তিনি।
সভায় বিভাগীয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন হস্ততাঁত ও বস্ত্রশিল্প বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধিকর্তা এল হরিলাল সিংহ। তিনি সরকারের গৃহীত তাঁতশিল্পীদের সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তৃত আলোচনা করেন। সভায় উপস্থিত প্রত্যেক মহিলা তাঁতশিল্পী বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
সচেতনতা সভায় করচারঘাট এলাকার প্রায় ১৫০ জন মহিলা তাঁতশিল্পী সহ বিভিন্ন সমাজসেবী সংগঠন ও গ্রামের প্রবীণ নাগরিকরা অংশগ্রহণ করেন। সভার শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান সার্কল ইন্সপেক্টর বলরাম নাথ।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস