গোসাবা, ১৬ অক্টোবর (হি.স.): সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম কল্যাণী বর্মণ (৬০)। গোসাবা থানার মন্মথনগর গ্রামের ঘটনা। বুধবার ভোর রাতে বিছানায় সাপে কামড়ায় তাঁকে। অসুস্থ অনুভব করলে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। সেখানে দীর্ঘক্ষণ চেষ্টা করেও সুস্থ না হলে পরিবারের সদস্যরা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন বুধবার বিকেলে। সেখানেই রাতে মৃত্যু হয় কল্যাণীর। চিকিৎসকদের দাবি, সাপে কামড়ানোর পর দেরি করে হাসপাতালে নিয়ে আসার কারণেই মৃত্যু হয়েছে ওই মহিলার। তাঁদের অনুমান কালাচ সাপের কামড়ে মৃত্যু হয়েছে ওই মহিলার। বৃহস্পতিবার ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা