কালিন্দী কুঞ্জে ছট পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা
নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): কিছু দিন পরই ছটপুজো। তার আগে বৃহস্পতিবার দিল্লির কালিন্দী কুঞ্জে ছট পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সঙ্গে ছিলেন দিল্লির মন্ত্রী কপিল মিশ্রও। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং মন্ত্রী কপিল মিশ
নবমীতে কন্যা পুজো করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা


নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): কিছু দিন পরই ছটপুজো। তার আগে বৃহস্পতিবার দিল্লির কালিন্দী কুঞ্জে ছট পুজোর প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সঙ্গে ছিলেন দিল্লির মন্ত্রী কপিল মিশ্রও। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং মন্ত্রী কপিল মিশ্র কালিন্দী কুঞ্জ ছট ঘাটে আসন্ন ছট উৎসবের প্রস্তুতি পরিদর্শন করেছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, এই জল এখন এতটাই ভাল অবস্থায় রয়েছে যে জলজ প্রাণীরা এতে খুব ভালোভাবে বাস করতে পারে, যেখানে আগে একটি মশাও এই জলে বেঁচে থাকতে পারত না। এখন এই জল আমাদের জলজ জীবনের জন্য উপযুক্ত। এটি দিল্লির প্রাপ্তি এবং এই দিকে কাজ ক্রমাগত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande