ওয়াশিংটন, ১৬ অক্টোবর (হি.স.): আট মাসে আটটি যুদ্ধ থামানোর দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বক্তৃতার সময় ট্রাম্প বলেন, আমার মনে হয় না, কোনও রাষ্ট্রপতি একটি যুদ্ধও থামিয়েছেন। আমি আট মাসে আটটি যুদ্ধ থামিয়েছি। আমি কি নোবেল পুরষ্কার পেয়েছি? না, কিন্তু আমার মনে হচ্ছে আগামী বছরটি আরও ভালো হবে। কিন্তু আপনারা কি জানেন আমি কী নিয়ে বেশি চিন্তিত? আমি লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছি।
ভারত ও পাকিস্তান সংঘাত প্রসঙ্গে ফের মুখ খুলেছেন ট্রাম্প। তিনি বলেন, আমরা বাণিজ্যের মাধ্যমে অনেক যুদ্ধ থামিয়েছি। উদাহরণস্বরূপ, ভারত ও পাকিস্তান সংঘাতে জড়িয়েছিল। সাতটি বিমান মাটিতে আছড়ে পড়ে। খারাপ ঘটনা ঘটছিল এবং আমি উভয় দেশের সঙ্গেই বাণিজ্য নিয়ে কথা বলছিলাম। আমি বলেছিলাম, তাঁরা যুদ্ধ বন্ধ না করলে আমরা কোনও বাণিজ্য চুক্তি করব না। আমি ফোন করে বলি, শোনো, যদি এই যুদ্ধ বন্ধ না করো, তাহলে আমরা তোমাদের দেশের যে কোনও পণ্যের উপর ২০০% শুল্ক আরোপ করব। আমি উভয় দেশের নেতাদের সঙ্গে কথা বলেছি। আমি উভয়কেই পছন্দ করি। ট্রাম্প বলেন, আমি যুদ্ধ বন্ধ করতে ভালোবাসি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা