ভেনেজুয়েলায় খনি ধসে মৃত ১৪
এল কাওয়ায়ো, ১৪ অক্টোবর (হি.স.): প্রবল বৃষ্টির ফলে হুড়মুড়িয়ে জল ঢুকেছিল সোনার খনিতে। তার জেরে ধস নামে খনিতে। ভেনেজুয়েলার দক্ষিণ-পূর্ব প্রান্তে এল কাওয়ায়ো শহরে এই বিপর্যয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৪ জন শ্রমিকের। ধ্বংসস্তূপে এখনও চাপা পড়ে থাকতে পারেন অন
ভেনেজুয়েলায় খনি ধসে মৃত ১৪


এল কাওয়ায়ো, ১৪ অক্টোবর (হি.স.): প্রবল বৃষ্টির ফলে হুড়মুড়িয়ে জল ঢুকেছিল সোনার খনিতে। তার জেরে ধস নামে খনিতে। ভেনেজুয়েলার দক্ষিণ-পূর্ব প্রান্তে এল কাওয়ায়ো শহরে এই বিপর্যয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৪ জন শ্রমিকের। ধ্বংসস্তূপে এখনও চাপা পড়ে থাকতে পারেন অনেকে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, আপাতত পাম্পের মাধ্যমে জল বার করে মৃত শ্রমিকদের দেহ বার করে আনার চেষ্টা চলছে। তবে মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। খনিতে কর্মরত শ্রমিকেরা ১৪ জনের চাপা পড়ার কথা বললেও আসলে সংখ্যাটা অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা।

উল্লেখ্য, এল কাওয়ায়ো শহরে অসংখ্য খনি রয়েছে। মূলত সোনা, হিরে এবং তামা পাওয়া যায় সেগুলি থেকে। অন্তত ৩০ হাজার শ্রমিক রোজ খনিতে কাজ করতে যান। তবে খনিগুলিতে নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা একেবারেই নেই বলে বারবারই অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande